সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবসে মানব বন্ধন
রিমন আহম্মেদ বিকাশ:সংবাদ আজকাল “সবাই মিলে ভাবো,নতুন কিছু করো ,নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো এবং শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা”। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা বানুর নেতৃত্বে উপজেলা চত্তরে মানববন্ধন পালিত হয়। পরে সকাল ১১টায় দুইদিন ব্যাপি নারী উন্নয়ন মেলার উদ্বোধল করা হয় এবং ওই উপলক্ষে সুলতানা বানুর সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার আজিজার রহমান,সমাজ সেবা অফিসার সামিউল ইসলাম,উপজেলা পল্লিউন্নয় অফিসার হাসানুজ্জামন,রিসোর্স সেন্টারের ইনঃ মনিরুজ্জামান,উপজেলা জাইকা অফিসার আবু তৈয়ব প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন স্কুল ,কলেজের ছাত্র-ছাত্রী,মহিলা সমিতির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়াও মেলায় ছয়টি স্টল বসে।