সোনাতলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র বিতরন
সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ বুধবার সকালে সোনাতলায় আওয়ামী লীগ মনোনিত ৬ ইউনিয়নের প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়নপত্র বিতরন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহবুবুল আলম বুলু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তেকানী চুকাইনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অধ্যক্ষ সামসুল হক. উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম,অধ্যক্ষ আব্দুল মালেক,আওয়ামী লীগ নেতা রবিউল আউয়াল বিপ্লব,আওয়ামী লীগ মনোনিত পাকুল্লা ইউপি চেয়ারম্যান প্রার্থী ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক জুলফিকার রহমান শান্ত, আওয়ামী লীগ মনোনিত মধুপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী অসীম কুমার জৈন নতুন,আওয়ামী লীগ মনোনিত জোড়গাছা ইউপি চেয়ারম্যান প্রার্থী রোস্তম আলী ও আওয়ামী লীগ মনোনিত দিগদাইড় ইউপি চেয়ারম্যান প্রার্থী আলী তৈয়ব শামীম।