সোনাতলায় চোরাই গরু উদ্ধারঃ ভ্রাম্যমান আদালতে চোরের ১ বৎসরের কারাদন্ড

সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার ভোরে সোনাতলার দিগদাইড় ইউনিয়নের চিল্লিপাড়া হতে একটি চোরাই গরু উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। জানা যায় ওইদিন ভোর ৬টায় গরুসহ চোরকে আটক করে স্থানীয় জনগণ। পরে পুলিশে খবর দিলে সাব ইন্সপেক্টর রেজাউল এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাই গরু ও চোর গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ঘুপি চকপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ বুলুর পুত্র রিমন আহম্মেদ ঘোলাকে গ্রফতার করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান ১ বৎসরের কারাদন্ড প্রদান করেন।