সোনাতলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন বহিষ্কারঃ শাস্তির দাবিতে মানববন্ধন
বগুড়ার সোনাতলায় ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন এলাকাবাসী।
বুধবার দুপুরে সচেতন সোনাতলা সোনালী ব্যাংকের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন করে। মানববন্ধনে অংশগ্রহণকারি সুজনের শাস্তি দাবি করেন।
অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোনাতলা উপজেলা ছাত্রলীগের সংগঠন বহিভূত কাজ করায় তাকে বহিষ্কার করা হয়েছে, সেই সাথে মেয়াদ উত্তীর্ন উপজেলা ছাত্রলীগ কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়।