সোনাতলায় ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ৪

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:07 AM, 21 October 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে বগুড়ার সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় খাঁনপাড়ায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন অটোভ্যান যাত্রী গৃহবধু জলি বেগম (২৫)। সে পৌর বোচারপুকুর এলাকার মোঃ জিন্নাত মন্ডল এর মেয়ে ও মধুপুর ইউনিয়নের শালিখা গ্রামের শাহ আলমের স্ত্রী। জানাযায়, সকাল ১০ টা ৩ মিনিটে স্থানীয় রেলগেট বাসষ্ট্যান্ড থেকে অটোভ্যানযোগে শিশুপুত্রসহ বাবার বাড়ী বোচারপুকুরে যাচ্ছিলেন গৃহবধু জলি বেগম। যাওয়ার পথে পৌর এলাকার খাঁনপাড়ার দাড়কিচিড়া ব্রীজের কাছাকাছি পৌছিলে পিছন থেকে আসা অজ্ঞত একটি ট্রাক সজোড়ে ধাক্কা দেয় । এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় জলি বেগম। এসময় গুরুতর আহত হয় জলি বেগমের ৩ বছরের শিশুপুত্র জিসানসহ অন্য ২ ছাত্র। তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকে পরিনত হয়েছে।

আপনার মতামত লিখুন :