সোনাতলায় তারেক জিয়ার ৫৩ তম জন্ম উৎসব পালন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:14 PM, 20 November 2017

সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্ম উৎসব উপলক্ষে গতকাল বগুড়া সোনাতলা উপজেলা বিএনপির উদ্যেগে সোনাতলা ঘোড়াপীর মসজিদে বাদ আছর দোয়া মাহফিল ও চাতালে কেক কর্তন করা হয়েছে। পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ও কেক কর্তন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির । অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ,বিএনপিনেতা আনছার আলী মোল্লা,মোস্তাক আহম্মেদ তরুন,ইমদাদুল হক টুকু,মোকারম হোসেন,জহুরুল মন্ডল শেফা,আব্দুল হাদী,মহিলা নেত্রী রন্জনা খান সৈয়দা হামিদা,স্বেচ্ছা সেবকদলের নেতা, শাজাহান আলী,আসিফুর রহমান মুন্না, যুবনেতা রন্জু,দুলাল,বাবু,শহিদুল,ছাত্রনেতা আব্দুল ওয়াব হক,মাহমুদুর রহমান রনি,উজ্জল হোসেন খোকন,পাভেল,হুময়ন কবির শ্রমিকদল নেতা মোনারুল ইসলাম বিটু,মিজানুর রহমান,মোনাই প্রমূখ।

আপনার মতামত লিখুন :