সোনাতলায় তুলার মিলে ভয়াবহ অগ্নিকান্ড ঃ ১০ লক্ষ টাকার ক্ষতি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:38 PM, 27 December 2015

সোনাতলা (বগুড়া ) প্রতিনিধি ঃ শনিবার সন্ধ্যায় সোনাতলার বালুয়া ইউনিয়নের বালুয়াহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ১টি তুলার মিল ভস্মিভুত হয়েছে। সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীসুত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর বালুয়াহাটে সোনাতলা- মোকামতলা সড়কের পাশে মেসার্স ফ্রেম ট্রেডার্স নামক তুলার মিলে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দেখতে পায় মিলের কর্মচারীসহ স্থাানীয় লোকজন। সকলে এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে মিলের ৪টি মেশিনসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হলেও আগুনের উৎস সম্পর্কে সঠিক করে কেউ কিছু জানাতে পারেনি। এ ব্যাপারে মিলের মালিক আরিফুল ইসলাম শ্যামল জানান, কেউ শত্রæতা করে এ অগ্নিকান্ড ঘটিয়ে থাকতে পারে। এদিকে আবাসিক এলাকায় তুলার মিল থ্কাায় এবং তাতে অগ্নিকান্ড হওয়ায় ক্ষতিগ্রস্থ পার্শ্ববর্তি বাড়ীর মালিক বাপ্পী আবাসিক এলাকা থেকে তুলার মিলটি সরিয়ে নেয়ার দাবী জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :