সোনাতলায় আর্জেন্টিনার সমর্থকসহ দুই মোবাইল ছিনতাইকারী আটক

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:27 PM, 29 August 2019

সংবাদ আজকাল ঃ বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের গনসার পাড়া এলাকায় দুই মোবাইল ছিনতাইকারীকে হাতেনাতে ধরে স্থানীয় লোকজন । এসময় সোনাতলা থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের কে থানায় নিয়ে আসে ।

জানাযায়,বুধবার রাতে হাটকরমজা থেকে সারিয়াকান্দী যাওয়ার রাস্তা মধ্যেবর্ত্তী গনসার পাড়া রাস্তার একটি ব্রীজের উপর ৪/৫ জন যুবক বসে মোবাইল ব্যাবহার করছিল । এসময় সৈয়দ আহম্মেদ কলেজস্টেশন দিক থেকে মোটর সাইকেল যোগে আসা তিন যুবক দ্রুত ওই যুবকদের হাত থেকে মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ।

এসময় ২ জন যুবক চিৎকারদিলে তাদের চিৎকারে আশেপাশের গ্রামবাসী ছুটে এসে মোবাইল সহ একটি মোটরসাইকেলসহ দুই যুবককে ধরে ফেলে ।

আটককৃতরা হলো গাবতলী সোনারায় গ্রামের ছাইফুল ইসলামের ছেলে শাকিল মিয়া (১৯) ও জায়গুলী গ্রামের নজরুল ইসলামের ছেলে বায়োজিদ ইসলাম (১৮)। পরে সোনাতলা থানা পুলিশ তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

আপনার মতামত লিখুন :