সোনাতলায় নন এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:18 PM, 23 December 2015

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ নন এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার সোনাতলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নন এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন সোনাতলা উপজেলা কমিটির আয়োজনে সবুজসাথী নিম্ন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের উপজেলা কমিটির সভাপতি শামীম রাব্বী। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক, হরিখালী টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন প্রভাষক ইকবাল কবির লেমন, প্রভাষক রেবেকা সুলতানা, প্রভাষক আব্দুল কাদের, প্রভাষক জিয়াউল হুদা, প্রভাষক আফতাব হোসেন, প্রভাষক সাজ্জাদ হোসেন, নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন সোনাতলা উপজেলা কমিটির সাধারন সম্পাদক আনারুল ইসলাম, ফেডারেশন নেতা সুলতান মাহমুদ স্বপন, সাইদুল ইসলাম,আশেকুর রহমান পিন্টু,আবু বকর জাকারিয়া রবিন, রেহেনা খাতুন ও জামিউল ইসলাম। সভায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও’র লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি সর্বাত্মক সহযোগিতার আহবান জানান হয়।

আপনার মতামত লিখুন :