সোনাতলায় পল্লী বিদ্যুতের ইলেক্ট্রিশিয়ানের অনৈতিকভাবে টাকা দাবী না পাওয়ায় কাগজপত্র গায়েব
সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলায় পল্লী বিদ্যুতের তালিকাভূক্ত ইলেক্ট্রিশিয়ানের বিরুদ্ধে অনৈতিকভাবে টাকা দাবী ও মিটারের জন্য আবেদন করা করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের সোনাতলা সাব জোনাল অফিসের এজিএম’র নিকট লিখিত অভিযোগ দিয়েছে সোনাতলার দিগদাইড় ইউনিয়নের উত্তর সুখানপুকুর গ্রামের মোঃ ছালামত আলীর পুত্র সাংবাদিক বেলাল হোসেন সাগর। তিনি তাঁর অভিযোগে জানান, গত ০১-০৭-১৫ ইং তারিখে সে দুটি মিটারের জন্য অনলাইন আবেদন করে। পরে আবেদনের হার্ডকপির সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পল্লী বিদ্যুৎ অফিসে জমা দেয়। কিন্তু দীর্ঘদিনেও মিটার বিষয়ে কোন তৎপরতা না দেখে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে খোঁজ নেয় সাংবাদিক সাগর। সেখানে গিয়ে সে দায়িত্বরত ইলেক্ট্রিশিয়ান জাফরুল ইসলাম ও আব্দুল জলিলের সঙ্গে যোগাযোগ করলে তারা নানা তালবাহানা শুরু করে। এক পর্যায়ে তারা সাগরের কাছ থেকে ১০ হাজার টাকা দাবী করে। সাগর টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা সাগরের মিটার সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে ফেলে । তারা কোন সময়েই সাগরের মিটার হবেনা বলে আস্ফালন করে। রোববার কাগজ সরানোর বিষয়টি হাতে নাতে ধরতে পেরে এজিএম বরাবর লিখিত অভিযোগ দেয় সাগর। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সোনাতলা সাব-জোনাল অফিসের এজিএম আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা বললে তিনি জানান, জাফরুল ও আব্দুল জলিল নামে ২ জন ইলেক্ট্রিশিয়ানের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।