সোনাতলায় পুলিশের মারপিটে মেধাবী শিক্ষার্থী কে জখমের অভিযোগ
বগুড়ার সোনাতলা থানা উপ-সহকারী পুলিশ পরিদর্শক রশিদুল ইসলামের মারপিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী আব্দুল হালিমকে জখমের অভিযোগ উঠেছে।
আব্দুল হালিম গড়ফতেপুর গ্রামের মাওলানা মৃত আব্দুস সাদেকের ছেলে। গুরুতর আহত আব্দুল হালিম সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার বেলা ২ টার দিকে নিজের দুইটি ছাগল নিয়ে গড়ফতেপুরের নিজের বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিলো আব্দুল হালিম।
এদিকে চোর সন্দেহে আব্দুল হালিমের সাথে কথাতর্কে জড়িয়ে পড়ে উপ-সহকারী পুলিশ কর্মকর্তা রশিদুল ইসলাম।
এ সময় আব্দুল হালিমকে ওই পুলিশ কর্মকর্তা গামছা দিয়ে গলা পেঁচিয়ে ধরে বেধড়ক মারপিট করে মাথা ফাটিয়ে দেয় এমন অভিযোগ করেছে স্থানীয়রা।
স্থানীয় জনসাধারণ জানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী সাবেক এই শিক্ষার্থী এলাকায় একজন নির্বিবাদী মানুষ হিসেবে পরিচিত। সে অনেক আগে থেকেই ছাগল লালন-পালন করে। কোন চুরির সাথে সে কখনোই জড়িত নয়।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীনের সাথে কথা বললে তিনি জানান, ‘ভুল বোঝাবুঝির কারণে এটি হয়ে থাকতে পারে। কেউই আইনের উর্ধে নয়। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। কেউ অপরাধ করে থাকলে নিশ্চয়ই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’