সোনাতলায় পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  03:37 PM, 19 May 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত বিবাদে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতরা হলেন উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মৃত তৈয়ব আলী ব্যাপারীর পুত্র আমিরুল ইসলাম (৩৫), মোনারুর ইসলামের স্ত্রী আসমা (২৫) ও মৃত তছলিম উদ্দিনের পুত্র আজিজুর রহমান (৬৮)। আহতরা সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে সোনাতলা থানায় একটি অভিযোগপত্র জমা দিয়েছে আহত আজিজুর রহমানের পুত্র মোঃ হান্নান মিঞা।

অভিযোগসূত্রে জানা যায়, জমির সীমানা নিয়ে সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মোঃ হান্নান মিঞার সঙ্গে একই গ্রামের মৃত নছির উদ্দিনের পুত্র আব্দুল লতিফের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। গত ১৬ মে এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান ,মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের উপস্থিতিতে আমিনদের মাপা হান্নানের সীমানার মধ্যে একটি আমগাছ পড়ে যায়। ওই গাছটি কার এ নিয়ে বিতর্ক উঠলে বিরোধ মিমাংসা না হওয়া পর্যন্ত কেউ গাছের আম পাড়তে পারবেনা মর্মে সিদ্ধান্ত হয়। এতদসত্বেও আব্দুল লতিফের পুত্র ছানারুল ইসলাম গত ১৭ মে বিবদমান গাছটি থেকে আম পাড়লে হান্নান নিষেধ করে। এতে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে আব্দুল লতিফ,লতিফের পুত্র আনারুল ইসলাম,আশরাফুল ইসলাম, কাশেম ব্যাপারীর পুত্র কফিল উদ্দিন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হান্নানকে বেদম মারতে থাকে। হান্নানের বাবা আজিজুর রহমান, চাচা আমিরুল ইসলাম ও হান্নানের বোন আছমা খাতুন এগিয়ে আসলে তারা তাদেরকেও বেদম মারপিট করে গুরুতর জখম করে। আছমার অভিযোগ আক্রমনকারীরা তার গলায় রক্ষিত আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের স্বর্নের চেইন ছিনতাই করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ব্যক্তিবর্গ তাদেরকে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মঙ্গলবার রাতেই সোনাতলা থানায় একটি অভিযোগপত্র জমা দেয় আহত হান্নান মিঞা। এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ আব্দুল মোতালেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি অভিযোগপত্র পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :