সোনাতলায় ক্রয়কৃত জমিতে কাজ করতে বাঁধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:39 PM, 15 May 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলায় ক্রয়কৃত জমিতে কাজ করতে বাধা দেয়ার অভিযোগে রোববার সকালে সোনাতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে উপজেলার গড়চৈতন্যপুর গ্রামের মৃত. গেন্দা আকন্দের পুত্র মোঃ সফিজার রহমান। তিনি তার লিখিত বক্তব্যে জানান, সোনাতলা উপজেলার গড়চৈতন্যপুর মৌজায় খতিয়ান নং ৪৩, দাগ নং ৪৯১ ও ৫২০ এ ১৫ শতক জমির অংশিদার গেন্দা আকন্দের ৩ পুত্র খয়বর আলী আকন্দ, তফিজার আকন্দ আমি সফিজার আকন্দ এবং আমার ১ বোন বানেছা বেওয়া। আনুমানিক ১৮ বছর আগে আমি দুই দাগে পৈতৃক অংশ ৫ শতক বিক্রি করি এবং বোনের ২ শতক ক্রয় করি। অদ্যাবধি বোনের অংশ বুঝে না পাওয়ায় গত ১৩ মে আমিনসহ ওই স্থানে যাই। মাপজোক করতে গেলে আমার ভাই খয়বরের পুত্র জাকিরুল আমাকে বাঁধা প্রদান করে। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার বিরূদ্ধে মারপিটের অভিযোগসহ ইট নিয়ে যাওয়ার মিথ্যা অভিযোগ প্রদান করেছে। আমি আমার জমির বৈধ মালিক হলেও আমার ভাই খয়বরের লোকজনের হুমকীর কারণে জায়গাটি বুঝে পাচ্ছিনা। তিনি এ ব্যাপারে প্রশাসনসহ সুশিল সমাজের দৃষ্টি আকর্ষণ করেন।

আপনার মতামত লিখুন :