সোনাতলায় পৌর এলাকার ৮টি পুজা মন্ডপে মেয়রের আর্থিক অনুদান প্রদান

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:30 PM, 28 September 2017

জাহিনুর ইসলামঃ গত বুধবার রাতে সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নুর দেওয়া পৌর এলাকার ৮টি পুজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পৌর এলাকার পুজা মন্ডপ গুলি হল , সোনাতলা কেন্দ্রীয় রামবিহানী সার্বজনিন দূর্গা মন্দির,শাহবাজপুর সাহাপাড়া দূর্গা মন্দির,সাহবাজপুর মহন্তপাড়া দূর্গা মন্দির,গড়চৈত্যন্যপুর দূর্গা মন্দির,সোনাতলা হরিজন পাড়া সার্বজনিন দূগা মন্দির,কানুপুর সাহাপাড়া দূর্গা মন্দির,কানুপুর মিস্ত্রি পাড়া দূর্গা মন্দির,কানুপুর মাঝিপাড়া দূর্গা মন্দির। সন্ধার পর মেয়রের পক্ষে সবগুলি কেন্দ্র পরিদর্শন ,ও খোঁজ-খবর সহ প্রত্যক মন্দিরের সভাপতির হাতে আর্থিক অনুদান তুলেদেন ,প্যালেন মেয়র তাহেরুল ইসলাম তাহের,এসময় তার সাথে ছিলেন,পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল,জহুরুল ইসলাম মন্ডল শেফা, রবিউল ইসলাম খান,বাবু,তরিকুল ইসলাম,হারুনর রশিদ হারুন,মহিলা কাউন্সিলর রেজিয়া সুলতানা,অছিয়া আকতার, সৈয়দা হামিদা,পৌর কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।

আপনার মতামত লিখুন :