সোনাতলায় বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:29 PM, 18 August 2017

সংবাদ আজকাল ডেস্কঃ গতকাল বগুড়া সোনাতলা উপজেলার ৩টি ইউনিয়নের বন্যাকবলিত স্থানে বাঁধ এলাকায় সোনাতলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে বন্যার্ত মানুষের শতভাগ বিশুদ্ধপানি পান করতে ৫টি গভির নলকুপ টিউবওয়েল বসানো হয়। সোনাতলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মকবুল হোসেন জানান,বন্যায় মানুষ যেন পানিবাহিত রোগে না ভোগেন সেজন্য আমরা বন্যা কবলিত এলাকায় সব স্থানে টিউবওয়েল স্থাপন করবো । ইতিমধ্যে আমরা বনার্তদের মাঝে পানি বিশুদ্ধকরন ট্যাবলেটসহ বিভিন্ন ঔষধ দিয়েছি

আপনার মতামত লিখুন :