সোনাতলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
রিমন আহম্মেদ বিকাশ (স্টাফরিপোর্টার) ঃ বগুড়ার সোনাতলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ র্যার্লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা চত্তর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলেনিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহিদুল বারি খান রব্বানী,অধ্যক্ষ আব্দুল মালেক,পিটিআই ইন্সট্রাক্টর আবুল কাশেম,উপজেলা একাডেমিক সুপারভাইজার সেতারা রওশনারা বেগম প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক,ছাত্র-ছাত্রীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।