সোনাতলায় ৪ টি গ্রামে বিদ্যুতের উদ্বোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:55 PM, 25 September 2018


সোনাতলা,বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সোনাতলা উপজেলার ৪ টি গ্রামে বিদ্যুতের শুভ উদ্বোধন করা হয়েছে। পৃথক পৃথক ভাবে এ ৪ টি গ্রামের বিদ্যুতের শুভ উদ্বোধন করেন বগুড়া ১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুর মান্নান। নতুন করে বিদ্যুত সুবিধা প্রাপ্ত গ্রাম গুলি হল তেকানী চুকাই নগর ইউনিয়নের মহেষপাড়া, বংশ পাড়া,সরলিয়া , রাধাকান্তপুর। উদ্বোধন অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান শিল্পী,সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো,সহ সভাপতি শাহিদুল বারী খান রব্বানী,যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর মালেক,সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, তেকানী ইউপি চেয়ারম্যান সামছুল হক মাস্টার,পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন,আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম মন্ডল ,জুলফিকার রহমান টিটো, আলহাজ্ব জহুরুল ইসলাম,জাকিরুল ইসলাম জাকির,শাহনেওয়াজ তালুকদার বাবু,আবু লায়েছ নাহিদ, শামীম রাব্বী, সুজন কুমার ঘোস প্রমূখ।

আপনার মতামত লিখুন :