সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ বুধবার দুপুরে সোনাতলা উপজেলা পরিষদের আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনী সাদিয়া রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মন্ডল, উপজেলা কৃষি অফিসার সালাহউদ্দীন সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দীন আকন্দ, মধুপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাদল, পাকুলা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, সোনাতলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিপুন আনোয়ার কাজল, ইউপি সচিব আব্দুলাহ আল মোমিন প্রমূখ। উলেখ্য, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে আগামী রোববার চট্রগ্রামে যোগদান করবেন। একইদিন বিকেলে সোনাতলা ক্রিকেট বোর্ডের উদ্যোগে বিদায়ী নির্বাহী অফিসারকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, আওয়ামী লীগ নেতা ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড প্রমূখ, সোনাতলা ক্রিকেট বোর্ডের সাধারন সম্পাদক নিপুন আনোয়ার কাজল, সাংগঠনিক সম্পাদক জাহিনুর ইসলাম।