সোনাতলায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে হাসপাতালে মুক্তিযোদ্ধা শাহার আলী

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:01 PM, 09 June 2016

সোনাতলা (বগুড়া ) প্রতিনিধিঃ বগুড়া সোনাতলার নামাজখালী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা শাহার আলীসহ তার ছোট ভাইকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। ঘটনাসূত্রে জানাযায়, শাহার আলীর পালন কৃত ৭টি হাঁস পার্শ্ববর্তী চান মিয়ার বাড়ীর আঙ্গিনায় অবস্থিত পলের পালায় যায়।এসময় চান মিয়ার স্ত্রী পলের পালায় কিটনাশক জাতীয় ঔষধ ছিটিয়ে দেয় ওই ঔষধ খেয়ে শাহার আলীর তিন টি হাঁস মারা যায়। ঘটনা টের পেয়ে শাহার আলী ও তার স্ত্রী হালিমা হাঁস মারার কথা বলতে গেলে এতে ক্ষিপ্ত হয়ে চান মিয়ার স্ত্রী লিলি পা থেকে সেন্ডল খুলে মারতে যায় এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা ঘঠে। পরদিন সকালে চান মিয়ার ২ টি ছাগল শাহার আলীর আম ও লিচু বাগানে গিয়ে অনেক গাছ নষ্ঠ করতে থাকে এসময় টের পেয়ে শাহার আলী ছাগল ২ টি খোয়ারে দিতে চাইলে আবারো চান মিয়ার স্ত্রী লিলি বেগম অকর্থ ভাষায় গালিগালজ দেয় ও চান মিয়া ,মংলুর স্ত্রী আজিরন,চানতারা সহ তিন চারজন অতর্রকিতভাবে হাতে লাঠি,বাটাম বেকি সহ ঘর বেরিয়ে আসে এসময় কাঠের বাটাম নিয়ে চানমিয়া মুক্তিযোদ্ধা শাহার আলীকে মারধর করতে থাকে এসময় তার চিৎকার শুনে ছোট ভাই আনছার আলী এগিয়ে আসলে তাকে চান মিয়ার স্ত্রী লিলি বেকি দিয়ে মাথায় আঘাত করার সময় আনছার আলী তা হাত দিয়ে ঠেকাতে গেলে তার ডান হাতের কব্জি থেকে কনুই এর মাঝা মাঝি অনেক টা কেটে যায় এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পলিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন শাহার আলী ও তার ছোট ভাই আনছার আলীকে উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্যকমপ্লেক্রেএ ভর্তি করে।

এ রিপোট লেখা পযর্ন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

আপনার মতামত লিখুন :