সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আব্দুল মান্নান বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:44 PM, 17 March 2017

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার সকালে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আব্দুল মান্নান বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য পতœী ও বগুড়া জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, ম্যানেজিং কমিটির সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, দপ্তর সম্পাদক রবিউল আউয়াল বিপ্লব, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম শাহীন ও সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল। পরে প্রধান অতিথি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের আব্দুল মান্নান একাডেমিক ভবনের দ্বিতীয় তলার কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, দপ্তর সম্পাদক রবিউল আউয়ার বিপ্লব, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান।

আপনার মতামত লিখুন :