সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্ণিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্ণিং বডির প্রথম সভা ও পরিচিতিসভা শুক্রবার বিকেলে সোনাতলা সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। গভর্ণিং বডির সভাপতি নবীন আনোয়ার কমরেডের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ সদস্য ও মাদ্রাসার গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. শাহজালাল, গভর্ণিং বডির সদস্য আলহাজ্ব কাজী শাহজাহান (বাদশা), তরিকুল ইসলাম, নুরে আলম সিদ্দিকী সত্য ও শিক্ষক প্রতিনিধি আকুল হোসেন।