সোনাতলা হাসপাতালে ভর্তি রোগীদের পথ্য ও অর্থ দিয়ে সহায়তা করলেন সাহাদারা মান্নান

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:38 PM, 11 November 2015

সংবাদ আজকাল ঃ বৃহস্পতিবার দুপুরে সোনাতলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পথ্য ও অর্থ বিতরন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য পতœী সাহাদারা মান্নান। তিনি প্রত্যেক ওয়ার্ড ঘুরে ঘুরে রোগীদের খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, আওয়ামী লীগ নেতা ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, প্রচার সম্পাদক রবিউল খান, , আওয়ামী লীগ নেতা অসীম কুমার জৈন নতুন, বাবলু মিয়া, যুবলীগ নেতা ফিদা হাসান খান টিটো ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহনেওয়াজ তালুকদার বাবু।

আপনার মতামত লিখুন :