সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাংসদ জিন্নাহ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি রশিদুর রহমান রানা : জুম্মার নামাজ পড়তে যাবার সময় সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ। শুক্রবার বগুড়া-রংপুর মহাসড়কের বাঘপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
জানাযায়, শুক্রবার বগুড়ার শহরের বাসাথেকে মহাস্থান মাযার মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার জন্য তিনি রওনা দেন। পথিমধ্যে রংপুর দিকথেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রিবাহী বাস একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে এমি জিন্নাহ’র গাড়ির সামনে সজোরে আঘাত করে। এসময় প্যাজারো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়ি চালক মোঃ ইউসুফ সামান্য আঘাতপ্রাপ্ত হলেও এমপি জিন্নাহ অক্ষত রয়েছেন। এদিকে এমপি জিন্নাহ সড়ক দুর্ঘটনা কবলিত হয়েছেন এ সংবাদ জানার পর এসময় এমপি জিন্নাহ গাড়িতেই ছিলেন। এসময় স্থানীয়রা ছুটেএসে তাকে উদ্ধার করে। এরপর তিনি অন্য একটি গাড়িতে করে এলাকায় চলেযান।সদর থানা পুলিশের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ঘাতক শ্যামলী এন্টারপ্রাইজের কোচটি আটক করেছে বলে জানাগেছে।