হাই কোর্টের রায় ও সরকারের যোগাযোগ মন্ত্রীর নির্দেশ অমান্য করে মহাস্থান- মোকামতলা মহাসড়কে চলছে নিষিদ্ধ যানবাহন
মহাস্থান (বগুড়া): মহামান্য হাইকোর্ট ও মাননীয় সরকারের সড়ক সেতু ও যোগাযোগ মন্ত্রীর নির্দেশ অমান্য করে রংপুর- বগুড়া মহাসড়কের ব্যস্ততম মহাসড়ক মহাস্থান, চন্ডিহারা, মোকামতলায় অবাধে চলছে নিষিদ্ধ যানবাহন থ্রী হুইলার, সিএনজি, ব্যাটারী চালিত অটো রিক্সা ভ্যান ও ভটভটি এর ফলে একদিকে যেমন সড়ক দূর্ঘটনার শিকার হচ্ছে প্রাণহানীর নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। জেলা, হাইওয়ে ও থানা পুলিশ মাসোয়ারা নিয়ে নীরব ভূমিকা পালন করছে।
গত ২মাসের পরি সংখ্যানে দেখা গেছে, রংপুর বগুড়া মহাসড়কের বাঘোপাড়া মাযার সংলগ্ন একটি কোচ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪জন নৃত্য শিল্পী নিহত হয়,এছাড়াও প্রতিনিয়ত ঘটছে ছোট বড় অনেক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা এতে করে প্রাণহানী, পঙ্গুত্ব বরন করছে শতশত মানুষ, প্রতি মাসে অকালে প্রাণ হারাতে হচ্ছে ৮/১০ মানুষ, পঙ্গুত্ব ও আহত হচ্ছে অর্ধশতাধিক মানুষ। এ মহাসড়কে প্রতিদিন অনুমান ২ হাজার সিএনজি, ৫ শতাধিক ব্যাটারী চালিত ইজি বাইক অটো রিক্সা ও ৫ শতাধিক ইঞ্জিন চালিত নিষিদ্ধ ভটভটি চলাচল করে থাকে। নিষিদ্ধ এ সব যানবাহনের চলাচলের নেতৃত্বে থাকা নেতারা, জেলা পুলিশ, হাইওয়ে ও থানা পুলিশ কে মাসিক মাসোয়ারা দিয়ে মহাসড়কে নিষিদ্ধ যানবাহন নামিয়ে দিয়েছেন ফলে হাইওয়ে ও থানা পুলিশ নীরব ভূমিকা পালন করছেন। নিষিদ্ধ যানবাহনের চালকেরা তোয়াক্কা করছেন না মহামান্য হাইকোর্টের রায় ও সরকারের সড়ক সেতু যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশ। এমতাবস্থায় সুশিল সমাজ সহ সচেতন মানুষ মনে করছেন মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধ করা হলে সড়ক দূর্ঘটনা অনেকাংশেই কমে যাবে, পাশাপাশি দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে মানুষের মূল্যবান জীবন। মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধের জন্য জরুরী ভাবে সড়ক সেতু ও যোগাযোগ মন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছেন সচেতন মানুষ।