হিজড়া,দলিত,হরিজন,বেদে, জন গোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষন কর্মসূচির শুভ উদ্বোধন
সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ রবিবার বগুড়া জেলা সমাজ সেবা কার্যলয়ের আয়োজনে বারপুর সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষন ও পুর্নবাসন কেন্দ্রে হিজড়া,দলিত,হরিজন,বেদে, জন গোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষন কর্মসূচি সেমিনার ও প্রশিক্ষন কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠান জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সহিদুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। সেমিনার ও প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন (সি,আই,পি)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষন ও পুর্নবাসন কেন্দ্রের ব্যবস্থাপক আঃ মানিক, সহকারী পরিচালক ইকফাত তাসলীমা মুনিরা , শহর সমাজসেবা কার্যলয়ের সমাজসেবা অফিসার কামরুল হাসান সরদার , দৈনিক করতোয়া পত্রিকার বার্তা সম্পাদক সংকর রায় সহ বারপুর সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষন ও পুর্নবাসন কেন্দের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিটি উপজেলা থেকে ৩ জন করে মোট ৫০ দিন প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষনার্থীদের প্রতিদিন ৩০০ টাকা করে ভাতা প্রদান করা হবে।