১৫ই মার্চ কৃষক হত্যা দিবস উপলক্ষে সোনাতলায় কৃষকলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:55 PM, 15 March 2017

সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ ১৫ই মার্চ কৃষক হত্যা দিবস উপলক্ষে সোনাতলা উপজেলা কৃষক লীগের আলোচনা সভা গতকাল বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। উপজেলা কৃষকলীগের আহব্বায়ক মাহফুজার রহমান মাফুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ,উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো,সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল,উপজেলা শ্রমীকলীগের আহব্বায়ক জাহিদুল ইসলাম,উপজেলা কৃষক লীগের যুগ্ম আহব্বায়ক নাহিদ হাসান,ইব্রাহিম। তেকানী চুকাই নগর ইউনিয়নের আহব্বায়ক মতিন,যুগ্ম আহব্বায়ক রাশেদ,শরিফুল। জোড়গাছা ইউনিয়নের আহব্বায়ক শাহিন,সিদ্দিক। দিগদাইর ইউনিয়নের আহব্বায়ক সবুজ মাষ্টার ,সদর ইউনিয়নের আহব্বায়ক ,লিটন। বালুয়া ইউনিয়নের আহব্বায়ক রিমন আহম্মেদ বিকাশ প্রমূখ। আলোচনা সভায় বক্তরা তাদের বক্তব্যে বলেন , বিগত সরকারের আমলে কৃষককে সারের জন্য গুিল খেয়ে মরতে হয়েছে। আর এখন আওয়ামীলীগ সরকারের আমলে সার খুজতে হয় না ,শেখ হাসিনা সরকার সার এখন কৃষকের ঘরে পৌছে দেয়।

আপনার মতামত লিখুন :