৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সোনাতলায় প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ
আব্দুর রাজ্জাক স্টাফ রির্পোটার: ৫ম উপজেলা পরিষদ নির্বাচন এর দ্বিতীয় দফায় আগামী ১৮ইং মার্চ বগুড়ার সোনাতলা উপজেলার পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা ও সোনাতলা নির্বাচন অফিস সমন্বয়ে আজ মঙ্গলবার সকাল ১০টায় এবং দুপুর ২টায় দ্বিতীয় ধাপে সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে নির্বাচনে দায়িত্বরত সকল অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল আলম শাহ্, উপজেলা নির্বাহি কর্মকর্তা শফিকুর আলম ও সোনাতলা নির্বাচন কর্মকর্তা আলমঙ্গীর হোসেন। এ উপজেলার মোট ৫৩টি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ৫৭জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩৮১ জন, পোলিং অফিসার ৩১০ জন ও আরোও অতিরিক্ত ৪০জনসহ মোট ৭৮৮ জনকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়।