একদিন সাদা শার্ট পরবেন-নগরবাসীদের সাঈদ খোকন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:34 PM, 23 December 2015

 

নগরবাসীকে মানসিকভাবে পরিচ্ছন্নতামুখী করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি নির্দিষ্ট দিনকে হোয়াইট শার্ট ডে ঘোষণা করা হবে। ঘোষণা অনুযায়ী নগরবাসী একদিন সাদা শার্ট পরবেন।

বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০১৬ সালকে পরিচ্ছন্নতা বছর ঘোষণা দিয়ে এমন কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, ‘পরিচন্নতা বছরের কর্মসূচি সফল করতে ঢাকা দক্ষিণ সিটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। শহরের পরিবেশ বিনষ্টকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট এবং মামলা করা হবে।’

তিনি জানান, ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও রঙিন নগরী হিসেবে গড়ে তুলতে এ কর্মসূচিসহ আরো কিছু কর্মসূচি নেয়া হবে। সূর্যাস্তের আগে বাসা-বাড়ির ময়লা ফেলার নিয়ম করা হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, সচিব খান মোহাম্মদ রেজাউল করিম, প্রধানস্বাস্থ্য কর্মকর্তা মাহবুবর রহমান, প্রধান বর্জ্র ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

আপনার মতামত লিখুন :