কথিত বড় ভাইয়ের নির্দেশে তাবেলা হত্যাকাণ্ড

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:05 PM, 26 October 2015

সরকারকে চাপে ফেলতে কথিত বড় ভাইয়ের নির্দেশে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজারকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
কথিত বড় ভাই সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, কথিত বড় ভাই একটি পেশাদার রাজনৈতিক দলের নেতা। বড় ভাই তাদের বলেছে, বিদেশি নাগরিক হত্যা করতে পারলে সরকার চাপে পড়বে।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে রোববার দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ হত্যাকারীসহ ৪ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক চারজন হলেন- ভাগ্নে রাসেল ওরফে কালা রাসেল, শুটার রুবেল, চাকতি রাসেল ও শাখাওয়াত হোসেন শরীফ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজা

আপনার মতামত লিখুন :