করোনা ভাইরাস প্রতিরোধে সারিয়াকান্দি সাংস্কৃতিক সেবী কর্তৃক মাক্স বিতরন ও গন সচেতনতা বার্তা প্রচার

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  09:30 PM, 21 June 2020

জাহিদুল ইসলাম জাহিদ সারিয়াকান্দি বগুড়া (প্রতিনিধি): বগুড়ার সারিয়াকান্দি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক সেবী কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স বিতরন ও গনসচেতনতা বার্তা প্রচার করা হয়েছে। সরকারি কার্যক্রমের পাশাপাশি রবিবার সকাল ১০ টা হইতে বিকাল ২ টা পর্যন্ত সারিয়াকান্দি সদর সহ বিভিন্ন এলাকায় ঐ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।কারন বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় ৫০ জন সনাক্ত হয়েছে।

করোনা ভাইরাস এতই সংক্রমণ ভাইরাস যে, খুব সহজে মানুষ হইতে মানুষে স্থানান্তর হয়।কিন্তু সাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মানছেন না কেউ ই। মানুষের আচরন দেখে মনেহয় করোনা ভাইরাস এর সাথে তারা প্রতিযোগিতায় নেমেছে। তারা হয়ত মনে করছে জনবহুল এই দেশে করোনা ভাইরাস কয়জনের প্রানই বা নিতে পারবে।তাদের মধ্যে বিন্দু পরিমান ভয়ের কোনো অনুভুতি নাই।কিন্তু এই তালিকায় তার নিজের নাম ও যে থাকতে পারে এই চিন্তা করছেন না কেউই।সুধু একটু ভয় বোঝা যায় ওই ভাইরাসে আক্রান্ত কোনো ব্যাক্তির মৃত্যু ঘটলে তার জানাজায় কেউই শরিক হতে চান না বা হয়না।অথচ মুসলমান হিসাবে তার জানাজা প্রাপ্তির অধিকার ছিল। এই অধিকার থেকে কেউ যদি নিজে নিজে বঞ্চিত হন তাহলে কে নিবে তার দায়ভার?।অতএব সকলের উচিৎ সাস্থ্যবিধি মেনে চলি,সামজিক দুরত্ব বজায় রাখি, জরুরি কাজ ছারা অযথা বাইরে ঘোরাফেরা না করি নিজে ও নিজের পরিবারকে সুস্থ রাখি।

আপনার মতামত লিখুন :