সারিয়াকান্দিতে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ -উপজেলা নির্বাহী কর্মকর্তা “রাসেল মিয়া”

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  08:34 PM, 30 June 2020

জাহিদুল ইসলাম জাহিদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীতে বন্যার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৬৭ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে মানুষের ঘড়বাড়িতে বন্যার পানি প্রবেশ করায় দুঃখ দূর্দশার সীমা নেই। ইতমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া।

উপজেলার কাজলা ইউনিয়নের সুজলা পাড়া আশ্রয়ন প্রকল্পে ৪০০ বন্যা কবলিত পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এসময় উস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার হোসেন, সহকারী প্রকল্প কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, চালুয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন এবং বিভিন্ন ওয়ার্ডের ইউ পি সদস্য, উপকারভোগী পরিবারের সদস্য সহ এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ।

আপনার মতামত লিখুন :