কোন ধর্মই নাশকতা পছন্দ করেনা – মনিরা সুলতানা অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:20 AM, 02 October 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার মনিরা সুলতানা বলেছেন ধর্মকে পুজি করে এক শ্রেনীর মানুষ দেশে জঙ্গীবাদ সৃষ্টি করে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে তারা এই প্রয়াস চালাচ্ছে। তিনি আরো বলেন কোন ধর্মই নাশকতা পছন্দ করেনা। তিনি পরিবারের মা, বাবা দের উদ্যেশ্যে বলেন আপনারা আপনাদের ছেলে -মেয়েদের প্রতি খেয়াল রাখুন তারা কোথায় কি করছে। সেই সাথে ফেসবুক,টুইটার সহ বিভিন্ন অ্যাপ্স ব্যাবহারে সতর্ক থেকে ব্যাবহার করতে বলেন তিনি বলেন বন্ধু নির্বাচন করতে তার প্রোফাইল দেখে নিন। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বগুড়াকে আমরা জঙ্গীবাদ, নাশকতা, মাদক মুক্ত করতে কাজ করে যাচ্ছি। গতকাল সোনাতলা পৌর অডিটরিয়ামে সোনাতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাবিবুল ইসলাম এর সভাপতিত্বে সোনাতলা থানার সিপিও মিলন কুমার চ্যাটার্জ্জী আয়োজনে কমিউিনিটি পুলিশিং ও জঙ্গীবাদ নাশকতা, মাদক নির্মূল মহাসমাবেশে উপরোক্ত কথা গুলো বলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনাতলা উপজেলা নির্বহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার মশিউর রহমান, সোনাতলা পুলিশিং কমিটির নব নিযুক্ত আহŸায়ক শাহিদুল বারী খাঁন রব্বানী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মোঃ জিয়াউল করিম শ্যাম্পো, সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম বুুলু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, পৌর প্যালেন মেয়র তাহেরুল ইসলাম তাহের, সাবেক প্যালেন মেয়র তাজুল ইসলাম, সোনাতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, মহিলা কাউন্সিলর ওছিয়া আক্তার রুনা, অল্টারনেটিভ ইয়থ ফোরামের কো- অর্ডিনেটর আবু মান্নাফ খাঁন সৈকত প্রমূখ।

আপনার মতামত লিখুন :