গাবতলীতে আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গাবতলী আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুলের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মুহাম্মাদ সাজ্জাদ জাহীদ। স্কুলের অধ্যক্ষ রায়হানুল হক রানার পরিচালনায় আরও বক্তব্য রাখেন স্কুলের ভাইস চেয়ারম্যান আঃ মান্নান, সেক্রেটারী রেজাউল বারী, সদস্য ওয়াদুদ হোসেন পুটু, বদিউর রহমান বাদল, মোরশেদুর রহমান, আঃ রহমান প্রমূখ। শেষে অতিথিবৃন্দ বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।