গাবতলীতে কৃষক মাঠ স্কুলের উদ্বোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:54 PM, 22 November 2016

গাবতলী (বগুড়া) থেকে আতাউর রহমান ঃ কৃষি মন্ত্রণালয় কর্তৃক ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আইপিএম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার বগুড়া গাবতলীর উনচুরখী গ্রামে কৃষক মাঠ স্কুলের (আইপিএম) উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ স্কুলের উদ্বোধন করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আঃ হান্নান। এ সময় উপস্থিত ছিলেন ব্লক সুপারভাইজার উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ মামুন। ২৫জন কৃষাণ-কৃষাণী নিয়ে ১৪ সপ্তাহের জন্য এই স্কুল চালু করা হয়। কৃষক মাঠ স্কুলে পরিবেশ রক্ষা, অল্প খরচে বেশী সফল উৎপাদন, কীটনাশকের ব্যবহার না করা, আধুনিক পদ্ধতি ব্যবহার করে ফসল উৎপাদন করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ স্কুল কাজ শুরু করেছে।

আপনার মতামত লিখুন :