শিবগঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:35 AM, 24 November 2016

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নারায়নশহড় গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় তোফাজ্জল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন শিবগঞ্জ স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এব্যপারে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানাযায়, গত ৪-৫ মাস আগে নারায়নশহড় গ্রামের সিদ্দিকের নিকট থেকে একই গ্রামের তায়েব আলী ১৯ শতক জমি এগ্রিমেন্ট গ্রহণ করে। পরে তায়েব আলী নারায়নশহড় গ্রামের তোফাজ্জল হোসেনকে উক্ত জমি পত্তন হিসেবে প্রদান করে। একই দাগে ৩৮ শতক জমি হওয়ায় জমিটি এগ্রিমেন্ট দেওয়ার পর থেকে জমির মালিক সিদ্দিক সীমানা নির্ধারণ নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করে। এরই মধ্যে মালিক সিদ্দিক উক্ত জমিতে তড়িঘড়ি করে আমনধান রোপন করে অল্প কিছু জায়গা তোফাজ্জলের জন্য অবশিষ্ট রাখে। তোফাজ্জল হোসেন উক্ত অবশিষ্ট জমিতে আমন ধান রোপন করে। ধান পেকে যাওয়ার কারণে গত শুক্রবার তোফাজ্জল পাকা ধান কাটতে গেলে জমির মালিক সিদ্দিক লাঠি-সোটা নিয়ে অতর্কিত ভাবে তোফাজ্জলের উপর হামলা করে। এসময় তোফাজ্জলের বাম পা ভেঙ্গে যায়। আশেপাশের লোকজন তোফাজ্জলকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।

আপনার মতামত লিখুন :