জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর যে আমল গুলো করবেন

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  10:50 AM, 12 July 2021

আজকাল ডেস্কঃ দেশের আকাশে গতকাল চাঁদ দেখা গিয়েছে সেই হিসাবে ২১ তারিখে ঈদুল আযহা উদযাপিত হবে।চাঁদ উঠার পর যে আমল গুলো করা সুন্নত।

কুরবানি করতে ইচ্ছুকগন এই দশ দিনে নখ ও চুল কাটা থেকে বিরত থাকুন।

যখন সময় পাবেন হাটে বাজারে বাসায় দোকানে বসে এই দোয়া গুলো পরবেন বেশী বেশী ( লা ইলাহা ইল্লাল্লাহ) (আলহামদুলিল্লাহ) (আল্লাহুআকবার)।

নফল,সালাত,সিয়াম সাদকাহ,দুআ,জিকির এবং তিলাওয়াত করা।

আরাফার দিনে রোজা রাখা।যা পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের পাপ সুমহ মুছে ফেলে।

৯ জিলহজ্জ ফজর থেকে শুরু করে ১৩ জিলহজ্জ আসর পযন্ত ওয়াজিব তাকবির পাঠ করা (আল্লাহু আকবার, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু,ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার,ওয়া লিল্লাহিল হামদ)।

সামর্থবান হলে কুরবানী করা।

আপনার মতামত লিখুন :