ডিসেম্বর জানুয়ারিতে আসছে করোনার টিকা: ফাউচি

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি বৃহস্পতিবার বলেছেন, সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে উচ্চ ঝুঁকিতে থাকা মার্কিনিরা করোনাভাইরাসের করোনাভাইরাসের নিরাপদ ও কার্যকর টিকার প্রথম ডোজ পাবেন।
টুইটার ও ফেসবুকে লাইভ চ্যাটে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক বলেছেন, করোনার টিকা তৈরির লড়াইয়ে সামনের সারিতে থাকা যুক্তরাষ্ট্রের মডার্না ইনক. ও ফাইজার ইনক. এর বর্তমান পূর্বাভাস অনুযায়ী, করোনার নিরাপদ ও কার্যকর টিকা আমরা পাবো কিনা তা ডিসেম্বরের কোনও এক সময়ে জানতে পারবো।