পাটজাত মোড়ক ব্যবহার না করলে এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ডঃ সোমবার থেকে সাঁড়াশি অভিযান নামছেন পুলিশ প্রশাসন ও র‌্যাব

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:13 PM, 29 November 2015

ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এই ছয়টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করলে অনূর্ধ এক বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। আর এ উদ্দেশ্যে আগামীকাল সোমবার থেকে সাঁড়াশি অভিযান নামছেন পুলিশ প্রশাসন ও র‌্যাব।

রোববার দুপুরে সচিবলায়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এসব কথা জানান।
তিনি বলেন, ‘সোমবার থেকে সড়ক, মহাসড়ক, চাল উৎপাদনকারী এলাকাসহ ঢাকার প্রবেশমুখ এবং সমগ্র দেশে স্বরাষ্ট্র, পরিবেশ ও বন, নৌপরিবহন, সড়ক পরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, স্থলবন্দর কর্তৃপক্ষ, টিআইডব্লিউপিএ, বিআইডাব্লিউ পিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং র‌্যাবের সহায়তায় একসঙ্গে সাঁড়াশি অভিযান চালানো হবে।’
তিনি জানান, পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক দ্বারা কোনো পণ্য মোড়কজাতকরণ, বিক্রয়, বিতরণ বা সরবরাহ করলে তাকে অনূর্ধ এক বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। আবার এই অপরাধ একই ব্যক্তি দ্বারা পুনঃসংঘঠনের ক্ষেত্রে সর্বোচ্চ দণ্ডের দিগুণ দণ্ডে দণ্ডিত হবেন

আপনার মতামত লিখুন :