বগুড়া সদরের ২টি ইউনিয়নে গরীব ও দুস্থ্যদের মাঝে ভিজিএফ এর চাল বিতরন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:05 PM, 09 September 2016

আবু সাঈদ (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে বগুড়া সদরের ২টি ইউনিয়নে গরীব ও দুস্থ্যদেও মাঝে ভিজিএফ এর চাল বিতরন অনুষ্ঠিত হয়। নিশিন্দারা ইউনিয়নে গরীব ও দুস্থ্যদেও মাঝে ভিজিএফ এর চাল বিতরন উদ্বোধন করেন চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন সচিব তাহেরা খাতুন, ট্যাগ অফিসার, ইউপি সদস্য জহুরুল ইসলাম, ফিরোজ আল মামুন, লাল মিয়া, মোজাফ্ফর হোসেন , শফিকুর ইসলাম, আঃমান্নান, সহিদুল ইসলাম নান্টু, শাজাহান আলী তালুকদার, জুলফিকার সরদার, সাবিনা ইয়াসমিন, স্বপ্না খাতুন, কোহিনুর বেগম। ১০ কেজি করে মোট ২ হাজার ২০০ জন গরীব ও দুস্থ্যদের মাঝে ভিজিএফ এর চাল বিতরন করা হয়। নুনগোলা ইউপিঃ নুনগোলা ইউনিয়ন পরিষদের গরীব ও দুস্থ্যদের মাঝে ভিজিএফ এর চাল বিতরন উদ্বোধন করেন চেয়ারম্যান আলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ভুমি মাহফুজার রহমান, ডাঃ জাহিদুল ইসলাম,সচিব শাহ-আলম, ইউপি সদস্য বেলাল, আঃ হান্নান, আঃ বারী, আঃ বাছেদ, তাজু ঘটু, সাইফুল ইসলাম,সোহের রানা, নুর ইসলাম , রহিমা খাতুন , শিউলি বেগম,সান্তনা,খাতুন, নুনগোলা ইউপি যুবলীগ সভাপতি আবু সালেহ, সাধারন সম্পাদক বদরুল আলম ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১০ কেজি করে মোট ২ হাজার ৩০০ জন গরীব ও দুস্থ্যদের মাঝে ভিজিএফ এর চাল বিতরন করা হয়।

আপনার মতামত লিখুন :