বগুড়ায় কৃষকের মাঝে বারি মাল্টা-১ চারা বিতরন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:51 PM, 01 June 2017

বগুড়া প্রতিনিধিঃ

বৃহস্পতিবার দুপুরে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ২০১৬/১৭ রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শণী স্থাপনের জন্য সদর উপজেলা কৃষি অফিস কর্তৃক মাল্টা (বারি মাল্টা-১) চারা ১১টি ইউপি ২০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৬০টি করে বিতরন করেন সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাহেলা পারভীন ও শাখারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান সফিক, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান আবু সালেহ নয়য় ,উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আঃ রহিমসহ অন্যান্য কর্মচারী বৃন্দ। এ ছাড়াও টিএসপি সার ১৫কেজি, এমপিও ১৫ কেজি, জিপসাম ১৮ কেজি , একটি সাইন বোর্ড এবং ব্রিফিং ভাতা বাবদ প্রদর্শণী কৃষকদের মাঝে ৩০০ টাকা করে বিতরন করা হয়।

আপনার মতামত লিখুন :