বগুড়া সোনাতলায় রেলওয়ে জমি নিয়ে আপন দু ভাইয়ের বিরোধ : থানায় অভিযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:12 AM, 17 June 2021

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের চামুরপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিন মন্ডলের ছেলে সাইফুল ইসলামের লিজ নেওয়া রেলওয়ে জমির একটি পুকুর তার নিকট থেকে প্রায় ১ বছর আগে তারই আরেক ভাই তারাজুল ইসলাম চার লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে লিখিত স্ট্যাম্পে মাধ্যমে দখল করেন।

এরপর থেকে ওই পুকুরে তিনি বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছেন তারাজুল , ওই পুকুরে পানি সেচের জন্য শ্যালো মেশিন বসিয়ে পুকুরে পানি দেওয়ার এক পর্যায়ে গত ১৪ জুন সকালে ওই জমির একাশং দাবি করেন ওই জমি বিক্রেতা সাইফুল।

এসময় দু ভাইয়ের মধ্যে তর্কবির্তক বাধলে সাইফুল উক্তেজিত হয়ে তারাজুলে পানিসেচের মেশিন ও পুকুর পাড়ের বাশের খুটি ও নেট জাল বেড়া ভেঙ্গে ফেলেন, এসময় বাধা দিতে গিয়ে মারপিটের শিকার হন তারাজুল এবং তাকে সাইফুল ও তার স্ত্রী বিভিন্ন প্রকার হুমকীদেয় বলে অভিযোগ সুত্রে জানাজায়।

এ বিষয়ে সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজার সাথে কথা বললে তিনি জানান,একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :