বিআরটিস’র জন্য ৬০০ বাস, ৫০০ ট্রাক ব্যাবস্থা করা হবে- ওবায়দুল কাদের

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:02 PM, 11 April 2016

ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিস’র জন্য ৬০০ বাস, ৫০০ ট্রাক এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
মন্ত্রী আজ মতিঝিলের বিআরটিসি ভবনে বিআরটিসির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমানসহ বিআরটিসির উর্ধ্বতন কর্মকর্তা ও ডিপো ম্যানেজারবৃন্দ।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অর্থের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র ২১ টি ডিপো। আর এই ডিপোই দুর্নীতির এক মাত্র কেন্দ্র স্থলে পরিণত হয়েছে। ডিপোর দুর্নীতির মূল হোতা হচ্ছে ডিপোর ম্যানেজার। দুর্নীতি দূর হলেই বিআরটিসি’র উন্নতি হবে।
ঢাকা মহানগরীর বিভিন্ন বিআরটিসি বাসের অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক গাড়িতে ফ্যান, লাইন নেই। মহিলাদের উঠতে দেয় না।
মন্ত্রী কুড়িল বিশ্বরোড এলাকায় দুটি বিআরটিসি বাস দেয়ার জন্যও চেয়ারম্যানকে নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন :