বৃষ্টি থাকবে চার থেকে পাঁচদিন জানাল আবহাওয়া অফিস

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  04:18 PM, 04 August 2023

কয়েক দিন ধরেই সারাদেশে বৃষ্টি হচ্ছে। রাজধানীতে শুক্রবার (৪ আগস্ট) সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। চলমান এই বৃষ্টি আরও চার থেকে পাঁচদিন থাকতে পারে এবং এ সময়ে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (৪ আগস্ট) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উত্তর ছত্রিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে উত্তর ছত্রিশগড় এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে।

এ অবস্থায় শনিবার (৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

 

 

আপনার মতামত লিখুন :