বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন জাতীয় বেতন স্কেলে বেতন পাবেন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:40 PM, 20 December 2015

 

রোববার শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে  বলা হয়েছে, ‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সার্বিকভাবে পর্যালোচনা করিয়া তাহাদের যোগ্যতাভিত্তিক অনুদান-সহায়তা বৃদ্ধির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক মূল্যায়নক্রমে প্রাপ্য অনুদান-সহায়তা নতুন বেতনস্কেল বাস্তবায়নের তারিখ অর্থাৎ ১লা জুলাই ২০১৫ তারিখ হইতে কার্যকর করা সমীচীন হইবে।’
গত ১৫ জানুয়ারি সরকারি চাকুরেদের নতুন জাতীয় বেতন কাঠামো অর্থাৎ অষ্টম জাতীয় বেতন কাঠামোর গেজেট প্রকাশ করা হয়। প্রকাশিত গেজেট অনুযায়ী, আসছে জানুয়ারি থেকেই ২১ লাখ সরকারি কর্মী নতুন কাঠামোয় বেতন পাবেন।
সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদন পায় মন্ত্রিসভায়।

আপনার মতামত লিখুন :