মাদ্রাসা পরিচালক মাও: আব্দুল খালেক এর বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ পরিচালক পলাতক

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  08:55 PM, 22 December 2019

জাহিদুল ইসলাম জাহিদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ হিন্দুকান্দি অবস্থিত জামিয়া সিদ্দিকিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিম খানার এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় অভিযোগ ওঠেছে ওই মাদ্রাসার পরিচালক মাও: আব্দুল খালেকের বিরুদ্ধে। উক্ত ঘটনার বিষয়ে মাদ্রার পরিচালনা কমিটির বৈঠক চলাকালে পালিয়ে গেলেন মাও: আব্দুল খালেক। বলাৎকারের শিকার মাদ্রাসা ছাত্র স্বাধীন(১২) ও তার পরিবারের লোকজন জানায় কিছু দিন আগে ৫জন ছাত্রকে নিয়ে পরিচালক মাও: আব্দুল খালেক কয়েকদিনের জন্য বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলায় ধান চাল সংগ্রহ করতে যায়। সাড়া দিন আদায় করে অমলপুর গ্রামের ইছহাক নামে এক ব্যক্তির বাড়িতে রাত্রি যাপন করেন। ওই বাড়িতে রাত্রি যাপন কালে এক ছাত্রকে বলাৎকার করে পরিচালক আব্দুল খালেক। ছাত্রটি লজ্জায় ঘটনা গোপন রাখে।

গত শুক্রবার উক্ত মাদ্রাসার এক শিক্ষক বিষয়টি জেনে তার পরিচয় গোপন করে মোবাইল ফোনে ঘটনাটি ছাত্রের অভিভাবকে জানায়। ছাত্রের অভিভাবক মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে এই নিয়ে বৈঠক বসে মাদ্রাসা কর্তৃপক্ষ। সারিয়াকান্দি থানার এস,আই আবু হেলাল বলেন সংবাদ পেয়ে কয়েকজন পুলিশসহ রাত সাড়ে ৯টার দিকে বৈঠক চলাকালে মাদ্রাসায় পৌছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পরিচালক মাও: আব্দুল খালেক পালিয়ে যায়। মাদ্রাসার ছাত্ররা জানায় এ পর্যন্ত ফিড়ে আসেননি মাও: আব্দুল খালেক। মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী লোকমান হাকিম বলেন মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়ায় এই নিয়ে বৈঠক বসা হয়েছিল। বিষয়টি ষড়যন্ত্র বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় বিভিন্ন মহলে গুনজন চলছে।

আপনার মতামত লিখুন :