শিবগঞ্জে ডাক্তারকে মারপিটের ঘটনায় হাসপাতাল অচল অবস্থা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:31 AM, 26 June 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত ১৭ জুন রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতার মা ডলি বেগম এর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের জরুরী বিভাগ ভাংচুর ও কর্তব্যরত ডাক্তার আর.এম.ও দেলোয়ার হোসেন নয়ন কে মারপিটের ঘটনার প্রতিবাদে ডাক্তারদের ডাকা আনন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের অংশ হিসাবে আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। পরে হাসপাতাল চত্বরে মামলার এজাহার ভুক্ত আসামীদের কে অবিলম্বে গ্রেফতারের দাবীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ডা. আনিছুর রহমান, ডা.মাছবুবা, ডা. আক্তার, ডা. রাবেয়া খাতুন, ডা. ফরহাদ, সেবিকা পলি বেগম, কর্মচারী রঞ্জু মিয়া, মোস্তফা কামাল, আবু বক্কর, একেএম ফরহাদুজ্জামান, ফজর আলী প্রমুখ। বক্তারা বলেন, কর্তব্যরত ডাক্তার নয়ন এর উপর অতর্কিত ভাবে সন্ত্রাসী ভাবে হামলা চালিয়ে তাকে মারপিট করে ডাক্তার নয়নের ডান কানের পর্দা ফেটে দিয়েছে। তিনি বর্তমানে ডান কানে শুনতে পারছেন না। বক্তরা হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানিয়েছেন। ডাক্তারদের কর্মসূচি পালন করার কারণে প্রতিদিন শত শত রোগী হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। এর ফলে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অচল অবস্থা সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন :