শিবগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ২

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:08 PM, 18 June 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় টিএমএসএস এর আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আন্তঃস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষে ছুরিকাঘাতে ২জন ছাত্রের আহতের খবর পাওয়া গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, টিএমএসএস এর আয়োজনে চলতি মাসের ১৬-১৯ তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আন্তঃস্কুল ফুটবল খেলার বাছাই পর্ব উপজেলার আলিয়ারহাট রোকেয়া সাত্তার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার আলিয়ারহাট ডিএস ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গুজিয়া উচ্চ বিদ্যালয় ৩ গোলে এগিয়ে ছিলো। খেলার শেষ পর্যায়ে এসে গুজিয়া উচ্চ বিদ্যালয়ের খেলোয়াররা বিধি বহিঃভূত ভাবে আলিয়ারহাট ডিএস ফাজিল ডিগ্রী মাদ্রাসার খেলোয়ারদের বাধা দিলে রেফারি ফাউলের নির্দেশ দেয়। এতে আলিয়ারহাট ডিএস ফাজিল ডিগ্রী মাদ্রাসার খেলোয়াররা ক্ষিপ্ত হয়ে গুজিয়া উচ্চ বিদ্যালয়ের খেলোয়ারদের এলোপাতাড়ি ভাবে কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তাদের ছুরিকাঘাতে গুজিয়া উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার দশম শ্রেণীর ছাত্র মাজাহারুল ইসলাম ও নবম শ্রেণীর ছাত্র বিজয় কুমার দাস আহত হয়। এদের মধ্যে বিজয় কুমার দাসকে উন্নত চিকিৎসার জন্য টিএমএসএস মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের বিষয়ে আলিয়ারহাট ডিএস ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ ছালাম বলেন, উক্ত খেলায় আমার মাদ্রাসার অনুমতি নিয়ে কেউ অংশগ্রহন করেনি। আমি এবিষয়ে কিছু জানিনা। এবিষয়ে গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, আলিয়ারহাট ডিএস ফাজিল ডিগ্রী মাদ্রাসার খেলোয়াররা ক্ষিপ্ত হয়ে আমার স্কুলের খেলোয়ারদের উপর অন্যায় ভাবে হামলা চালিয়েছে, আমি এর সুষ্ঠ বিচার চাই। জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এখনো কেউ কোন অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :