শিবগঞ্জে বাল্যবিবাহের অভিযোগে বর, ভগ্নিপতি ও ২টি মাইক্রোবাস সহ ১৭ জন আটক

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:24 PM, 24 July 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বাল্য বিবাহের অভিযোগে ২টি মাইক্রোবাস, বর, ভগ্নিপতি, ভাবী সহ ১৭ জন বরযাত্রী আটক ।
জানা যায়, গত সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মোকলেছার রহমানের ছেলে মোঃ রিপন (২০) তার ভগ্নিপতি মফিজুল ইসলাম ও মিরাজুল ইসলাম, ভাবী রোজিয়া বেগম, পার্শ্ববর্তী হুদাবালা মন্ডলপাড়া গ্রামের আকালু প্রামানিক এর ৭ম শ্রেণির পড়–য়া ছাত্রী (১৩) সঙ্গে বাল্য বিবাহ দেওয়ার জন্য মাইক্রোবাস যোগে যাওয়ার সময়। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যান। এসময় তিনি ২টি মাইক্রোবাস, বর, ভাবী ও ভগ্নিপতি সহ ১৭জন বরযাত্রীকে আটক করে । আটকৃতরা হলেন গেপিনাথপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে মফিজুল ইসলাম, ইউসুফ আলীর ছেলে ফজলু মিয়া, মোস্তফা, দিদার আলীর ছেলে গোলাপ মোস্তফা, মোকলেছার এর ছেলে গাজীউল ইসলাম, ইদ্রিস আলীর ছেলে মিষ্টার, সামাদ এর ছেলে এমদাদুল হক, আরজুল্লা ছেলে আল-আমিন, ইসবর আলীর ছেলে আসিদুল, সাঈদ এর ছেলে বায়জিদ, খায়রুলের ছেলে শহিদুল ইসলাম, জাহাঙ্গীরের ছেলে শাহ আলম, মোকলেছারের ছেলে ফজলার রহমান, জনাব আলীর ছেলে চাঁন মিয়া, মোস্তাফিজার রহমানের ছেলে মিনাজুল ইসলাম। এদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট মোঃ আলমগীর কবীর গতকাল মঙ্গলবার মেয়ের বাড়ি হুদাবালা গ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রত্যেকের ১হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।

আপনার মতামত লিখুন :