শিবগঞ্জ আটমূলে কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরন

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  11:20 PM, 30 June 2020

রশিদুর রহমান রানা শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নে কোভিড-১৯ প্রতিরোধে লক্ষে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে আটমূল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে কোভিড-১৯ প্রতিরোধের লক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও গ্রামীণ স্বাস্থ্য সু-রক্ষায় (এলজিএসপি-৩) এর অর্থায়নে অত্র ইউনিয়নের ১৫০জন সাধারণ নারী পুরুষের মাঝে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।

আটমূল ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) ডাঃ মোহাম্মদ মাহমুদুল হাসান সাগর, সচিব শহিদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হান্নান, রায়হান, আব্দুল হাকিম, মতিন প্রমূখ। মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার পেয়ে সবাই স্বাস্থ্য সচেতন হবেন এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত সকল সাধারণ জনগন

আপনার মতামত লিখুন :