শ্লীলতাহানী ও হামলার বিচার দীর্ঘ দেড় মাসেও না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে সাঘাটার ডায়না বেগম

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:31 PM, 17 January 2016

সংবাদ আজকালঃশ্লীলতা হানী ও হামলার বিচার দীর্ঘ দেড় মাসেও না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমার বাড়ী ইউনিয়নের বাদীনারপাড়া গ্রামের ডায়না বেগম। রোববার বিকেলে স্বশরীরে উপস্থিত হয়ে সাংবাদিকদের ডায়েনা বেগম জানান,গত ২৪ নভেম্বর১৫ইং রাতে তার স্বামী ফেরদৌস ব্যাপারী বাড়ীতে না থাকার সুযোগে একই গ্রামের সৈয়দ জামান তার শয়ন ঘরের দরজা কেটে ভিতরে প্রবেশ করে কু-প্রস্তাব দেয় ও শ্লীলতা হানীর চেষ্টা করে। এসময় ডায়না বেগম চিৎকার দিলে সৈয়দ জামান পালিয়ে যায়।এব্যাপারে পরে গ্রাম্য শালিসের চেষ্টা চলছিল। এমতাবস্থায় ২৬ নভেম্বর সকালে সৈয়দ জামান, সোহরাব হোসেন,আব্দুল হালিম,নাছিমা বেগম,জাফর আলী,লালু সরদার,শহিদা বেগম,সহ কয়েকজন জমিতে কাজকরা অবস্থায় ডায়েনা ও তার স্বামীকে এলোপাতারী মারপিট করে রক্তাত্ত জথম করে বলে উল্লেখ করে ডায়না বেগম। এবিষয়ে গত ২৮ নভেম্বর উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করে ডায়না বেগম।অদ্যাবধি সে মামলায় কাউকে গ্রেফতার না করায় ডায়না ও তার স্বামী ক্ষোভ প্রকাশ করেছে ও আসামী গ্রেফতারে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছে।

আপনার মতামত লিখুন :